তোমার কাছে ফিরি বারবার
অবাধ্য,বেয়াড়ার মতোন তোমার সামনে হাঁটু গেড়ে বসে আবদার করে বসি নানান কিছু,
ন্যায়,অন্যায় ভাবিও নি কোনোদিন।
যা মনে এসেছে চেয়ে নিয়েছি
আচ্ছা,
অর্ধাঙ্গিনীর কাছে চাইতে ন্যায়-অন্যায় ভাবতে হয়?
দ্বিধাবোধ করতে হয়?
গত চারটে বছর ধরে চিনি তোমায়
চিনি তোমার মন-মগজ থেকে শরীরের প্রত্যেকটি লোম অবধি!
আমি চিনি তোমার গন্ধ,চিনি তোমার প্রেম।
আমার প্রেম কেমন যেন!
সদ্য কাঁটা আমন ধানের খড়ের গাদায় অগ্নিসংযোগ করার মতোন,
কিংবা গোধূলি লগ্নে উলুধ্বনি দিয়ে কেরোসিন বাতির সলতে-তে দেয়া দেশলাইয়ের আগুন?
আমার প্রেমে তোমার মন ভরে?
চাইলেও দেখতে না পাওয়ার আক্ষেপ-
চোখ পুড়িয়ে দিনের পর দিন অপেক্ষা করেও শেষে সব উলটপালট হওয়ার ক্ষোভ
রেগে গিয়ে তোমায় বকে দিই বলে জমানো অভিমান।
শেষ হবে না?
প্রথম ছোঁব যেদিন,
গালে ঠোঁট ছুঁইয়ে মুছিয়ে দেব সব অভিমান,আক্ষেপ আর ক্ষোভ
অবাধ্যতার চরমে গিয়ে শেষ হবে পুরো একটি রাত,
সবশেষে?
বুকে ছড়ানো হাত-পা নিয়ে..
তৃপ্তির হাসি নিয়ে বুকের মাঝখানে এই আরেকটা চুমুর দাগ।