আজ থেকে ঠিক ষাট বৎসর পরে,
আমি তখন আটাত্তর এ।
ঠিক তখন,ভালবেসো আমায়
আমাকে এখন ভালোবেসো না।।
কারণ,এখন আমার মন উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতন।
হাজারো কল্পনার ভিড়ে,আমি তোমাকে কতটা ভালোবাসতে পারব তা নিয়ে আমি সন্দিহান!
কিন্তু তখন তো আমার দিকে কেউ তাকাবে না।
আমাকে আর কেউ ভালোবাসবে না,গল্পও করবে না।
শুনেছি,জীবন খাতার শেষ পাতাটায় নাকি অনেক গল্প লেখা হয়!
সে গল্প শোনার মতন নাকি কেউ থাকে না!
তখন না হয় আমার গল্পের শ্রোতা হবে তুমি।
আর যৌবনের ভালোবাসার চেয়ে জীবন সায়াহ্নের ভালোবাসা অনেক বেশি পবিত্র।
আমি তোমাকে পবিত্র ভালোবাসাটা ই দিতে চাই।
কোনো মিথ্যে আশ্বাস,অপবিত্রতার মিশ্রণে আমি তোমায় মেশাতে চাই না।