আমার কাছে একটু আছে,
এই রোদ্দুর, নেবে?
তার বদলে আমায় না'হয়,
বর্ষাকালই দেবে।


কী বললে? আবার বলো,
শূন্য তোমার হাত?
আমিও আবার শূন্যে চেয়েই,
করেছি দিনপাত!


খালি মানেই ভরতে পারে,
আজকে কিংবা কাল।
ভাতের ধোঁয়ার সম্ভাবনায়,
ঘুমোয় যেমন চাল।


এই মরেছে, পেয়েছে ক্ষিদে,
অন্নবার্তা শুনে!
থালায় ফুটো, আলগা মুঠো,
অবাধ্য ফাল্গুনে।


আমার কাছে ভাত নেই আর,
তোমারও নেই রোদ।
দুই অভাবের গর্ভে বাঁচুক,
আপনপরের বোধ।
--------------------------