সব প্রশ্নের উত্তর হয় নাকি?
প্রেম বলে দেবে সেই আশা অতি ক্ষীণ।
শিরায় শিরায় নেশা যদি বেতমিজ্,
মদের আড়ালে টলটল তবে ফাঁকি!
প্রতিদানে রোজ থরথর কাঁপে হাত,
একি সুন্দর রাত নিয়ে এলে দিন!


জড়িয়ে ধরেছে বিবর্ণ লতাপাতা,
প্রবল ছোবলে ঢেলে দিয়ে গেল বিষ!
শীতে মিশে থাক বিগত দিনের পাপ,
ঘুম পায় বড়... ভারি হয়ে আসে মাথা!
ভুলে থাকা স্বর আষ্ঠেপৃষ্ঠে বাঁধে,
‘একই ভুল কেন বারবার করছিস?’


অভাবী মৃত্যু নিজেই চেয়েছি আমি,
তীব্র ঘৃণাও স্বাভাবিক আপ্লুত।
ধুলোখেলা রেখে ছেড়ে এসে ছায়াপথ,
নিজের ভিতরে সিঁড়ি ভেঙ্গে ভেঙ্গে নামি!
কালোসাদা মিশে ধূসরে আমার নাম,
লিখে তোকে দিয়ে আলগা করেছি মুঠো।
-------------------------------------