জিভ বার করে হাঁফাচ্ছ!


সারমেয় হয়ে খেয়েছো চাবুক?
ঘরের দুয়ারে কোন উজবুক,  
ফেলে গ্যাছে হাড়-মাংসের স্তূপ?
দেখেছে সবাই তবু নিশ্চুপ!
পচে গলে যাওয়া জন্মভূমির,
শশ্মানে শোয়ানো শরীরে কি তুমি,
গন্ধ পাচ্ছো? গন্ধ পাচ্ছো? গন্ধ পাচ্ছো?


নিরুত্তরে কোথায় যাচ্ছো?


যেই পড়ে টান শিকড়ে শিকড়ে,
পালাতে চাইছো দলত্যাগ করে?
একা হতে চাও পেয়ে সংবাদ,  
মাঝপথে আজ রাজজল্লাদ,  
পেয়েছে মুঠোতে ছাড়বে না তবে!    
বলো এক্ষুনি, বলতেই হবে,
গন্ধ পাচ্ছো? গন্ধ পাচ্ছো? গন্ধ পাচ্ছো?
-------------------------------------------------