আমার দুর্গা দোস্ত ও ইয়ারে,
জমিয়ে বসে মদ্যপান।
তোমার দুর্গা নিত্য প্রয়ো-
জনীয় দ্রব্যে কর চাপান!
আমার দুর্গা ঝোলে অম্বলে,
ডালে ভাতে মেখে সাপটে খায়।
তোমার দুর্গা নিজের দেশকে,
ধর্মরাষ্ট্র বানাতে চায়।
আমার দুর্গা ঘুষখোর দেখে,
থুথু দেয় শুধু ফেসবুকে!
তোমার দুর্গা টেনশন করে,
ট্রেজারি শূন্য ধুকপুকে।
আমার দুর্গা ডিজে ভালোবাসে,
স্যাড সং শুনে খুব কাঁদে।
তোমার দুর্গা পলিটব্যুরো,
মায়াকোভস্কি অনুবাদে।
আমার দুর্গা সততার বুলি,
আউড়ে নিয়ম ভাঙ্গছে রোজ!
তোমার দুর্গা কড়া দারোয়ান,
কে কী করছে রাখছে খোঁজ।
আমার দুর্গা মল্লিকাবনে,
শো অফ কবিতা বিজ্ঞাপন!
তোমার দুর্গা ভাগের প্রতিমা,
কোনদিন কারো নয় আপন।
-----------------------------