'হয়ত' এবং 'যদি'র যে ভীড়
তারই মধ্যে ডুবে,
যাচ্ছে আমার শরৎ সকাল
কমছে আলো পূবের।


আমিও তেমন কেউকেটা নই
'প্রিয়তমাসু' শোনো,
স্বভাব এবং স্ব-অভাবের
তফাৎ নেইতো কোনো!


তুমিই বল এ জমকালো
জড়িয়ে যে রাজবেশ,
মাধুকরীর মসনদে তার
হয় কী আর্জি পেশ?


যতই জটিল জীবন তত
বস্ত্র আমার কাষায়,
হৃদয়পুরের আলাপ লেখা
বাউল গানের ভাষায়।


দরবারে যেই পড়ল ঢলে
সেই সানাইয়ের সুর,
খান সাহেবের তান পুরোটাই
বিসমিল্লায় চুর।


মিঞা মল্লারে বাদলধারা
আকাশপ্রদীপ জ্বালায়,
লাবণ্য আর অমিত আঁকেন
আলি আকবর ঝালায়।


রইল তবে এই প্রলাপের
সাজিয়ে অন্ত্যমিল,
মেঘ বলে যায় চিঠির শেষে
'ইতি তোমার নীল।'
---------------------------