সে আমায় ভাবতো বেশি চাইতো কম
ভাবতে ভাবতে কাটতো দিন
আক্ষেপে তার চিন্তা মিশে
রাত্রি যেত নিদ্রাহীন।
তার কথায় ছিলাম মণিহাড়
প্রাণের ঘরের অংশীদার
বেলা যখন গড়িয়ে যেত
ভয় হত সব একাকার।
সে কথার সুতোয় বুনতো ফুল
নীলাভ খামে জুড়তো শ্বাস
বুকের মাঝে দুরুদুরু
স্পন্দনে তার অভিলাষ।
তার চোখের তারার রাতুল তুল
এলোকেশে মৃদু ঝড়
যার বিহনে আজ হয়েছি
নিত্যবেলার স্বার্থপর ।।