নগরের চারিপাশে ইটের দেয়ালে
টোনাটুনি ভালোবেসে আঁকে বেখেয়ালে
আমি+তুমি=শিশু হলে; হয়ে যায় love
এই দেখে ভাবি আমি;আমি কার বাপ!
আজকাল প্রেম করে প্রেমিক প্রবর
ছেঁকা খেয়ে নাম লেখে রেকর্ডের ঘর
একা থাকা ভালো থাকা অবশেষে কয়
নতুন প্রেমিকা পেলে সিধা হয়ে রয়
জানু, প্রাণু, বেবি ডল,বাবু ডাকা প্রেমে
প্রেমির উপাধি আসে রং চটা নামে
ফেসবুকে,ওয়াল বুক এ রিলেশন কোড
কমপ্লিকেডেট ছেড়ে হয়ে পড়ে জোট
আরো আছে ঘুমহীন ডিজুসের নামে
মাঝরাতে প্রেম বাড়ে অমূল্য দামে
অবশেষে রাত শেষে ভাঙেনা তো ঘুম
সেই কালে ঘুম দেবী চোখে আঁকে চুম
আধা দিন এভাবেই কাটে ক্লান্তিতে
বাকি দিন চলে যায় প্রেম ভ্রান্তিতে
আকাশের বুকে থাকা আধফালি চাঁদ
এ যুগের প্রেমে একা কাটাচ্ছে রাত
কেউ আর রাত জেগে চাঁদের সাথে
মিতালি করেনা রেখে দু হাত হাতে
প্রেমিকের মুখে-বুকে লোম;চাপদাড়ি
এই যুগে প্রেমিকার এসবেতে আড়ি
ক্লিন শেভ,মাসল আর বাইকেই লাভ
মন কাড়ে প্রেমিকার,জিতে নেয় ভাব
প্রেমিক শব্দখানা হয়েছে পুরান
বয়ফ্রেন্ড,লাভ বার্ড,এসবই ফ্যাশন
প্রেমিকার চোখ নয়,দেহটাই main
জিমে গিয়ে মেদ ঝেড়ে সেটা করে gain
প্রেম আসে মাঝরাতে মেঘেরা ভোলেনা
আজকাল এসবের হিসাব মেলেনা
যদি বলি কথা আরো বাড়বে অযথাই
প্রেমের সংজ্ঞা ছেড়ে আসি শেষ কথায়
এ যুগের প্রেমে হাসি কান্নাও সার
নকল চোখের জলে প্রেম সংসার
তাও সবে ভালোবাসে ভালো বাসা পেতে
শত হাসি কান্নায়ও অপরে হাসাতে।।