সত্য বলার অসীম সাহস কজনইবা রাখে
পাপের আলো নিভিয়ে দিয়ে পূণ্য আলো মাখে
লিখনীতে ধারটা বেজায়;তলোয়ারের মত
তুললে হাতে কাগজ কলম;ঝড়বে হয়ে ক্ষত
সেই ক্ষতটা পাপী তাপীর;নয়কো সাধারনের
লেখার ঢং এ পারেন তিনি কইতে কথা মনের
রম্য রসেও পাকা আবার সারল্য তার গুণ
মাঝেসাঝে কাব্য পড়ে হেসেই যে হই খুন
এক অঞ্চলের আপন তিনি;আঞ্চলিকেই বেশ
যখন দেখি লেখার পাতায়;খুশির আসে রেশ
খেতে ভালো জৈষ্ঠ্য মাসে মিঠা আমের সত্ত
তার চাইতে অধিক মিঠা; প্রণব কুসুম দত্ত।।



-দেশইত্যা ভাই অর লাই-
For beloved brother Pronob Kushum Dutta.
while I started my journey in this platform a year ago,he was there by my side as well as some other elders and youngers to inspire and be inspired.Within this journey lost my first id.but never lost th track of those dear ones.