স্বপ্নের সপ্তর্ষীমণ্ডল ঘিরে থাকা আমার আকাঙ্ক্ষারা
চেয়ে থাকে পাথর চোখে; অপলক 'ননস্টপ্'।


চাহিদার প্রকরণ ক্রমে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
কী নেই তাতে –
রং সাবান ফুল প্রজাপতি সপ্ত-সাগর অষ্ট-জান্নাত স-ব!


লক্ষ আলোকবর্ষের বাদামীযাত্রার হলে অবসান
এরা ক্লান্তিতে নুয়ে পড়ে
সম্ভাব্য গলির নীল সীমানায় আর পৌঁছা হয় না!


তখনো আকাঙ্ক্ষার তালিকা সংশোধন করেই চলি
বিশ্রামের সময় এলে;
অনন্ত আকাঙ্ক্ষার সচকিত প্রেরণায় যতিচিহ্ন বসে
আর আমি ইতিহাস চোখে জেগে থাকি!


- - - - - - - - - - - - -  - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৩৮) কাব্যগ্রন্থে প্রকাশিত।