‘কবিতার কার্নিশে জমেছে শব্দের বারোয়ারী মেলা’
এ কেমন কথা, বাজারে বিকোবে?
শব্দচূড়ায় নীলান্ত গোলাপ শুধু
নীলেরই ছায়া - আকাশজোড়া ব্যাপ্তি তার!


শব্দের কারসাজি যদি কবিতা হয়
তবে 'আম্মো' কবি কেন না –
'আম্মো' কারসাজি জানি বেশ;
হাত সাফাই থেকে শুরু - মন সাফাই,
মাথা সাফাই আর বাজার সাফাই
বাকপটুতায় মুহুর্মুহু করতালি লুটাই জনতার উল্লাসে।


কখনো বান্দর নাচাই জনতার ভিড়ে
আবার ডুগডুগির করতালিতে মাজন বেচি মালিশ বিলাই
প্রপেলারে জোর পেলে উচ্চ ‘স্বরগ্রাম’ বাজাই
নাগেশ্বরী চটি পায়ে জনতার মাঝে আমি
স্ব-স্বার্থে পরিসেবাও বিলাই!


বচন আমার কবিতার চে’ও ক্ষুরধার
আমার উচ্চগ্রামে কাঁপে মসনদ, কাঁপে ক্ষুধিতের আত্মা
আর আমজনতার রুধিরে ভিজে পিঙল পিরহান!
আমি শব্দের জাদুকর, আমি কবি, আমি মহান!!


- - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-২১) কাব্যগ্রন্থে প্রকাশিত।
★ কৈফিয়তঃ "আম্মো" এখানে "আমিও" শব্দের অপভ্রংশ, কাব্যিক মাধুর্য বাড়াতে ইচ্ছা করেই "আম্মো" প্রয়োগ করেছি। ধন্যবাদ।