কারোর আশীর্বাদে থাকে বড় ভয় -
অকৃতজ্ঞ নই বটে, কৃতঘ্নও নই কিছু
তবু আশীর্বাদ প্রাপ্তির ভয় ছাড়ে না পিছু।


শুভেচ্ছা - সে তো শুভ কামনার সাজি,
প্রাণমন ঝরঝরে, হয় না চিত্ত ঝালা-পালা
ভয়; আশীর্বাদের ছায়া না মেলে ডালপালা!


নিক্তিমাপা সময়ের এই বেনিয়া কড়িগোণা যুগে
কে করে আশীর্বাদ কারে, কীসের কি বা দায় কার
যদি না থাকে প্রভাব কিছু, কৃতিত্বের না হয় প্রচার?


আশীর্বাদের মূল্য হয় না কিছু ভালোবাসা বিনে
কিন্তু সে ভালোবাসা হয় যদি দাসত্বের ক্রিত খত!
কী লোভে আশীর্বাদ নিই তবে নাহলে তা শুভ মত?


যে জন করে আশীর্বাদ কারেও ভালোবেসে
নমস্য তারে, বাঁধা হয়ে রই কৃতজ্ঞতার নাগপাশে
যদি হয় মূল্য শোধবার - নেই তার আশেপাশে।


অনুদার আশিস থাকুক তোমার কাছেই
চাই না সে আশীর্বাদ, চাই না সস্তা ভালোবাসা -
ফাঁস হয়ে ঝুলে গলে, বিনাশে সে যাপনের আশা।