শুধু ফ্যান ফলোয়ার খুঁজি,
লাইক সাবস্ক্রাইভ এখন পুঁজি
অন্তর্জালের বিস্তৃত মোহজালে সম্পর্কের খোঁজ -
কত সঙ্কেত ভেসে ভেসে যায় প্রতিদিন
কিন্তু হায়, সম্পর্ক গেল কোথায়?
কেবলই সে ভেঙে ভেঙে যায়!
মুছে যায় প্রীতিরেখা, হৃদয়ের ঋণ।


কে দেখে বিছানায় মা'কে? অষুধ বাকসো ভরা
কোমরের ব্যথা নিয়ে পিতা:
হামাগুড়ি দিয়ে চলে সকাল-দুপুর
বাজারের থলি হাতে দেহ-কটি ক্ষীণ।
মুছে যায় স্নেহ-মায়া প্রীতিবোধ:
মা-বাবা ভাই-বোন স্বামী-সন্তান
কেউ আজ নয় আর কারোরই অধীন।


শিশু সন্তান মুখে তোলে না খাবার
চায় না আদর-স্নেহ, চাই হাতে টাচফোন
ভুলেছে বন্ধু-পড়শী, অযত্ন অবহেলা রাশি
তবু সে শান্ত, নয় মোটে দুরন্ত
হয় না করতে পড়া ও লেখা
দেখে না মাঠ-ঘাট, দেখে না নদী
সবই তো পাচ্ছে সে হাতের মুঠোয়!


একদা লেগেছিল হাওয়া যেমন;
রেডিও অডিও সিডি ভিসিপি'র পালে
কালে লেগেছে হাওয়া যুগের অন্তর্জালে
নেই ভার্চু তবু ঝুঁকে আছে মা ভার্চুয়ালে
মায়ের খবর নেই; কোল ছেড়ে শিশুটি তার
কতক্ষণ ধরে রয়েছে ঝুলে।
হায় বিজ্ঞান তোমার শাপ, এ কেমন অভিশাপ?