বয়েস আর অভিজ্ঞতার ভারে নুব্জ্য জীবন
স্মৃতির ধূলিময় পথে উবু হয়ে হাঁটে -
স্বপ্ন-ঝোলায় লালিত স্বপ্নের পরিচর্যার প্রয়াস নেয়।
স্মৃতির রোমন্থনে সুখের পশম খুঁজে-ঘেটে
করে রত্নকণার সন্ধান -
সুপ্তপ্রাণ স্তিমিত স্বপ্নেরা সদা নির্ভীক,
কখনো হারাতে চায় না কুক্ষিগত...


সামন্ত ভাবনার আগ্রাসী সেনাদল উন্মত্ত আক্রোশে নাচে,
শিরায় শিরায় - ধমনীর স্পন্দন দ্রুত লয়ে বাড়ে।
রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান;
কাঁচপাত্র গুড়োয়, বিচূর্ণ হয়।
বিচূর্ণ কাঁচের গুড়ো প্রখর সূর্য হয়ে ঢুকে পড়ে চোখের পাতায়
আলোর বিকিরণে ঝলসে যায় নিদ্রাপ্রহর।

নিদ্রহীনতা - এক অনাদিকালের বেহুদা প্রলাপ!
নিদ্রাতুরে আঁখি দু’টি ভুলে যায়
তাবৎ স্বপ্নের সৃজন বিতান, মাস্টার প্লান।
পলকবিহীন; নির্ণিমেষ মীনাক্ষী দুটি
হঠাৎই  শিল্প হয়ে উঠে - পাথরে খোদাই...


বিস্মৃতির ধুলোয় ঢাকা বিমোহিত ভাবনারা
অলকানন্দার স্ফটিক জলে তখনো চাঁদের স্পর্শ খোঁজে।
নিটোল ভাবনার স্পন্দনে মন-ময়ূরী নেচে উঠে বর্ণিল পাখনা মেলে।
পড়ন্ত বেলার বাস্তবতা ভুলে তাই, দুরন্ত বালিকার উচ্ছ্বাসের মত
সোনামুখী স্বপ্নের সাক্ষাৎ চায়...
কেননা, কল্পনা-বিলাসী মন কখনোই পরাভব মানে না।