বৃত্তে-ব্যাসে নেই কিছু বিন্দুতেই যেন বাস
বস্তুকণার অদৃশ্য ঠাঁই মৌনতার অভিলাষ!
রঙধনুর রামসেতু - ঘাসফুল যেন কি
শূন্য জাহান পূর্ণ তবু অনন্তের ফাঁকি?


বৃত্তের মাঝেই আছে বিন্দু অনন্য,
পদার্থের ছায়া সেথা অতি নগন্য!
রঙধনুর সাতরঙ মাখে ফুল ঠোঁটে,
শূন্যতাই বিন্দু ছুঁয়ে পূর্ণ হয়ে উঠে!


ফুল এত রঙ পেল শূন্যলোকে!
সুনীল আকাশও ধনী সূর্যালোকে  
সেই রঙ কুড়িয়েই বিভাসিত রঙধনু
‘বেনীআসহকলা’ নয় কিছু অচেনা এখনো।