বলেছিলে তুমি; দেখা হবে আবার
সেই সে কদম তলায়। প্রিয়,
আসলে না তুমি, দেখাটি হল না আর;
পাতাঝরার অকাল সময় ক্ষয়ে ক্ষয়ে যায়
বিরহ ভেলায় সুখ যায় যে ভাসি।


বাঁশি না-ই আনি, এনেছি মুক্তোর খনি
পোড়া হৃদয়টুকু ছেড়েও আসিনি
ভালোবাসায় করিনি ভুল এক রত্তি
দিবস নিশীথ জেগে আছি তোমারই অপেক্ষায়
তবে কেন প্রিয়ে দেখা দিলে না আসি?


প্রিয়বিরহের গলিত লাভায় বিগলিত প্রেম
যায় ভেসে আজ মনের কপাট খুলে
পায়রা ঠোঁটের সুখগুলোও ঝরছে নিশিভোর
প্রতুল বাতাস; ইন্ধনে জ্বলে এ মনে আগুন
সুখের বিরহে পোড়ে পঙ্ক্তি ভালোবাসার।


গোপন নদীর হিয়াপটে কপোত হৃদয়
বুকের জমিন খামচে ধরে বাকুম বাকুম রবে ...
তুলেছে কী সুর ভোগ-দখলের
চৌম্বকীয় ভালোবাসা কল্কি পায়নি তায়
সবুজ মনের লালিত আভা পুড়ে হলো অঙ্গার।