সময়ের চেতনা যদি অসময়ে বাজে,
আর কারো বিরহকাল -
অচৈতন্যের আবর্তে ভাসে?
মানবীয় চেতনার ডানা
ঝাপটায় অস্থির পাখিরা প্রবল!


কারোর অভিমান বোবাকান্না - তুষের দহনে জ্বলে...
আঁধারের বুকে শায়িত যামিনী, কিশলয় জেগে থাকে
মনোমাঝে প্রতিভাত জীবনবৃক্ষের পাতা;
পাতার সজীবতা – সে তো জীবনেরই বরাভয়,
বিষণ্নতার প্রতীক মরা পাতা - মৃত্যুর প্রতিরূপ।

সময় পরিক্রমায় দিনও কিছু থাকে না থেমে
না দুঃখের, না সুখের;
যায় মিশে সবই পাললিক স্রোতে
কিছু সময়কণা তবু অমূল্য রতন –
জ্বলজ্বলে শিখা বিভাসু।

সুখ-যন্ত্রণা কি বা যাপনের তুচ্ছ বোধ
পিছন ঠেলে এগিয়ে যাওয়া শাশ্বত প্রথা।
আহ্নিক আবর্তে আগামীকালের জন্ম এভাবেই হয়
অথচ ভাস্বর অতীত তার নির্মমতায় হেসে
বিস্মৃতির চাদরে ঢেকে দেয় আজকের দিনটিকে।


কিছুকাল পর তাৎক্ষণিকতায়
পিছন ফিরে তাকাই মরা অতীতের আজকের পানে -
বিস্মৃত স্মৃতির পালক কী গভীর বেদনা জাগায়
মনে হয় – সেই দিনগুলি আহা,
যদি পেতাম আবার ফিরে!


----------------------------------------
🔯সঞ্চয়ন কবিতা সম্ভার (পৃষ্ঠা-১৩) প্রকাশিত