জেগে থাকে বয়েসি কান;
ঝরা পাতার মর্মর ধ্বনিতে 
খোঁজে নিতে সময়ের আবাহন।
ঈস্পিত সময়ভ্রূণে জাগে অমিয় বাসর
গূঢ় কথার ইঙ্গিত মাঝে।


অফোটা কলির দৃপ্ত কেশরে
ভ্রমর খুঁজে পায় সুখের আসর।
সুগন্ধি বকুল দিয়েছে আমায়
কবিতার আবিলতা 
ছন্দ গন্ধে জুড়ায় কথাকলির বিহ্বলতা।


শব্দরা মুখর যখন জীবন পাতায়
কপোত-চঞ্চু ছুঁয়ে ঝরে নিঃশব্দ রোদ,
অকিঞ্চন সময় স্পর্শে
দোলে উঠে যাপিত জীবন
চুঁইয়ে পড়া তৃষিত যামে।


শত বেদনার নিলয় নিবাসে
ঝরে পাতা অবিরল স্মৃতির হুতাশে
কৃচ্ছ সাধনার অমিয় প্রয়াস -
ধন্য হোক জীবন, পূত করো মন,
সার্থক করে তোল যাপনের চিত্রাঙ্কন।
_______________________
🔯 চয়নিকা কাব্য সংকলন (পৃষ্ঠা-০৮) প্রকাশিত