যায় বয়ে কই দজলা ফোরাত
                 সিন্ধু যমুনা নদী?
নেশার ঘোরে পথ ভুলে রাত
                যায় হারিয়ে যদি!


সেই আবেশের ভাবের ঘোরে,
         দিন যাপনের তন্তু উড়ে;
নেশায় মাতাল ছিন্নপাতা  
          মনাকাশের প্রান্ত জুড়ে।


স্বপ্ন ছাওয়া আবেশ নিতে
            ছিন্ন বীণায় সুর তোলে      
কী যেন এক বিহ্বলতায়
        নেয় টেনে আপন কোলে।


ছলকে উঠা হৃদয় পাড়ে
        পুষ্প-কোরক ফুটলো যদি
সকল বাঁধন ছিন্ন করে তারে
            রাখতে কাছে নিরবধি।


কে চোখে পরায় কাজল,
                  কী মোহে জড়ায়?
হৃদয় ছুঁয়েছে হৃদি
             কোন আবেশ মায়ায়!


কি আশায় হাঁটছি ওপথ
                  কি’বা পেতে চাই।    
কিছু তার বুঝি যেন,
                    কিছুটা না পাই।
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৪৭) কাব্যগ্রন্থে প্রকাশিত।