সখি একি বড় প্রে-ম! না কি মোহ জ্বালা?
না টানে সে আপনার কাছে, ঠেলে আরো দূরে?
অনামিকা তুমি সুদূরিকা ওগো, সুদূরেই থাকো
এসো না কো কাছে কভু
সজীব করো না প্রদীপখানা
জাগিছে যা নিভু নিভু।


এ জীবনে জানি;
কোনদিন হবে না কো দেখাদেখি!
নিত্য আরশি - ক্ষ্যাপা আতসি সম
জ্বালিয়ে প্রেমের শিখা
দুটি প্রাণ প্রতিপলে সুখের দহনে জ্বলে
করে ছটফট মুখোমুখি হতে দোঁহে!


অমর কবির ‘দূরের বাঁশরি’
থাক ছাই দূরে সরে, সেই ভাল তবে
নিত্য প্রহারে জাগুক হৃৎকম্পন
ঘুমহারা চোখে বাঁশরির তানে সুর অম্লান
জাগায় যদি ক্ষতি কি বলো
নয়নোপান্তে ঘুম-ঘোর প্রহেলিকা?
সুদূরেই থেকো সুদূরিকা তুমি
ওগো মোর পরদেশী অনামিকা।


- - - - - - - - - - - - -  - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৬২) কাব্যগ্রন্থে প্রকাশিত।