আঁধারের বুকে হারাল যে অন্ধ রাত
অরুন্ধতীর স্বাক্ষী হয়ে কিশলয়ে জেগে থাক।
বয়েসি কান ঝরা পাতার মর্মরে খোঁজে
পতিত সময়ের অস্ফুট আবাহনী রাগ।

ইন্দ্রিয়রা মুক্তির আশায় উঁকি দেয় ইতি-উতি
খণ্ডিত সময়-ভ্রুণে সাজে অমিয় বাসর
অফোটা কলির দৃপ্ত কেশরচূড়ে উড়ছে
লাখো ভ্রমর, খোঁজে ফেরে সুখের আসর।

অকিঞ্চন সুখস্পর্শে দোলে উঠুক যাপিত জীবন
সুগন্ধি বকুল দিয়েছে মুছে শ্রান্তির আবিলতা
কপোত-চঞ্চু ছুঁয়ে ঝরে নিঃশব্দ সোনা রোদ
ছন্দে-গন্ধে জড়িয়ে থাকে কথাকলির বিহ্বলতা।

ন-য় আসলে তুমি কদম হাতে অরুণ প্রাতে,
বৃষ্টির কণা ঝরলো না হয় চোখের পাতে
ও-বেলার মেঠোপথে এসো গো আবার হৃদয় ছুঁয়ে
শ্রাবণ ধারার বেগে হংসনাদী বিরহী রাতে।


- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি আমার সম্পাদিত 'কাব্য কৌমুদী' (পৃষ্ঠা-১৪) ২০১৬, সংকলনে প্রকাশিত।