কত মরু-প্রান্তর পেরিয়ে এসেছি
                  কত পথ এখনো রয়েছে বাকি
অস্ত-রবির ঠিকানা জেনেও
                     কত রঙের ছবি যাই আঁকি।


প্রকৃতির খেয়ালে এসেছি একদিন
                 বিন্দু থেকে আজ এই মহীরূহ
অমোঘ টানেই যেতে হবে চলে
                সে পথ রোধতে পারে না কেহ।


জন্মে-জীবনে ভব-চরাচর জুড়ে
                   মৃত্যুর নামে আছে বিভীষিকা
মৃত্যুর আদলে জীবন বদলে
                    ঘুমেই আছে জীবনের শিখা।


চেতনে জাগরণে কত সপ্রতিভ
                     উড়িয়ে চলি জীবনের ধ্বজা
প্রতিদিন ঘুমে একবার করে
                প্রতীক মৃত্যুতে হয়ে উঠি তাজা।


জন্মাবধি জীবনের তরে প্রতিদিন -
                         নিয়ত যারে করছি বরণ
একদা কভু না ভাঙলে ঘুম
                        সে দিন হবে সত্যি মরণ।
---------------------------------------
• ঘুম প্রকারান্তরে অস্থায়ী মৃত্যু; প্রতিদিন আমরা সেই মৃত্যুর আস্বাদ নিচ্ছি অথচ মৃত্যুকেই ভয় পাচ্ছি! বিষয়টির উপর কবি ওয়াহিদ মেহবুব মজুমদারের “সময় ও মৃত্যুর কবিতা” এবং কবি মুহাম্মদ রুহুল আমীনের “ঘুম ও মৃত্যু” শির্ষক কবিতা পড়ে অনুপ্রাণিত হয়ে লেখা। কবিদ্বয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৫১) কাব্যগ্রন্থে প্রকাশিত।