আজকাল ভালো বেশ হিসাব বুঝি;
প্রহ্লাদে নাচা আটখানা মন
আজ হয়ে গেছে কানা
আবেগ কেড়ে সে আর নাচে না বিলকুল
প্রীতি-প্রেমের মিঠে সুরও করে না ব্যাকুল।


কী জানি কি আবেগের ধার
তা ও কবে হয়ে গেছে ভোতা
দেনা-পাওনার হিসাব -
সুপক্ব ও পরিণত বেশ
'কত ধানে কত চাল' - সে তত্ত্ব খুঁজি
'কী দিয়ে কী পেলাম' নিতে চাই বুঝি।


কেটে গেলে আবেগের সুতো;
আর দিই না গেরো
হেসে খেলে ঘের তার যতই কমুক
আবেগের স্নেহ মেদ যত ঝরে ঝরুক
প্রদায়ী সুখ, আনুক তৃপ্তি নাহোক বস্তুগত
প্রেম-প্রীতি স্নেহমিতি জানি; সব পুঁথিগত।


নিঠুর আমার বৈতালী প্রেম আজ;
বারেবারে খুঁজে ফিরে আপন কি পর।
একমূখী ভালোবাসা - অনাদায়ী দেনা
পেতে হলে দিতে হয়, হয়ে গেছে জানা।
বড় প্রেমিক এ বিশ্বে দেখি না আর কেহ
নিজেকে উজার করেই বিলিয়ে যাই
যত প্রেম-ভালোবাসা অপত্য স্নেহ।