বোধের জমিনে লীন সুরেলা আকাশ
সুনীল সাগরের জলরাশি পাহাড় শিলা
নির্মলার জমিন পটে বিছানো এক পাঠশালা 
জীবকূল যত আছে দিবানিশি নবিশি সবাই 
পাঠক্রমে পরিশেষে জানা যায় প্রকৃতির স্বরূপ;
বৃত্ত-ব্যাসে লুক্কায়িত জীবনের নিগূঢ় কলা
যতকিছু আছে ভবে সবকিছু তারই অবদান। 


ঈশ্বরের বড় কারিগর কে আছে বলো আর
কার অনুগ্রহে সৃজিত এই পুষ্পিত জাহান, 
জন্ম সকল জীব প্রতিবেশ আর বস্তুকণার?
তারই অনুকম্পায় মানবের বোধের আকাশ
সভ্যতার যতকিছু মনন-কৌশল সৃষ্টি-সৃজন
তাবত জীবন তার লালনে পোষণে পুরুষ্ঠ 
অন্তিম বিলয়ে আবার তারই গর্ভে মিশে যাওয়া। 


সদয় প্রকৃতির গুণে সবই অপরূপ সরেস-কুশল
তারই ব্যাত্যয় বিরূপতায় হয় সকলই অসার
বড়ই অখণ্ডনীয় অপ্রতিরুদ্ধ তার রুদ্ররোষ
তিলেক অতুষ্টিতে সৃষ্টিকূলের নির্মম পরাজয়,
তারই আনুকূল্যে লালন পালন ব্যাপ্তি বিকাশ
মিঠে সুর আলো-হাওয়া জল-পানি খাদ্য-খাবার
টিকে থাকা আর জীবনের ফুলেল প্রসার।