কালের মধ্যস্বত্ব খোঁটা স্মৃতির পাখিরা
আয়েসে ঘুমায় নিশির কপাট চেপে
ওদিকে গুটি গুটি পায়ে দেখো
সময় কেমন পালায় চোখ ফাঁকি দিয়ে
চেনা সুবাস ছড়ায় সমাসন্ন হেমন্তের মৃদুলা শিশির
তৃপ্তির দানা ঠুকরে খায় আদুরে তিতির।


দুপুরের আলেখ্যে সঞ্চারিত সান্ত্বনার বারিদ
খর তাপের নিখিল চষে ফিরে আসা
শ্রুতির ঝিলিকে খেলে অন্ধ বিধির কুহকিনী বায়
উবু হয়ে ধরিত্রীকে জানায় মেধাবী কুর্নিশ
তবু বেলা বয়ে যায় তার আপন খেয়ালেই
সুযূপ্তির জাগৃতিতে জাগে জীবনের শুভাশিস।


ক্ষুদ্রাকাশের বলয় জুড়ে মিটিমিটি চাঁদের হাসি,
কুহকিনী মোহমেঘ নিয়ে আসে মায়াবিনী রাত
আড়ালে ঢাকে জোনাক মিছিল করে দিয়ে ম্লান
ঝিকিমিকি তারার দ্যুতি আঁটে ষড়যন্ত্র বারেক
মোহের প্রীতি ছড়িয়ে যায় আপন বিভায়
বসন্তের সুরেলা ঝংকারে আনে হিঙ্গুলী প্রভাত।


জেগে থাকে তবু কিছু বাঞ্ছনার শেষ অবশেষ...
আবেশেতে ঘুম যায় বুকে ধরি বিদূরিত রাত।