একদিন এই আমি; আত্মার অবসরে,
পেলাম কিছু খোলা দানা কবিতার সরোবরে
চিকচিকে বালিকণা মুখ তুলে হাসে
সময়ের আরশি হাতে ছুটে চলে মহাকাল  
মানবজমিন ঘিরে, হৃদয়ের তীর ধরে।


কাল-যুগ-মাসব্যাপী যাযাবর স্রোতে
শুধুই অবগাহন, সময়-সিম্ফনি ধরে একই পরিভ্রমণ
মিটে না তো সখ, মিটে না আয়েস
স্মিতধা মলিন অধর, স্নিগ্ধ বিকেল হাতে
কূল ধরে হাঁটি সাগর মোহনায়।


গাঙশালিকের হারানো পালক খোঁজে
পেলাম শুভ্র মোড়কে মোড়া ভবিষ্যতের দেখা
একদিন জানি; অদেখা ভবিষ্যৎ করবে হতাশ
তাকাব হয়তো তখন আজকের পানে, দেখবো শুধু -
জলছবি এক জেগে আছে - কবর কন্দরে,
কিছু প্রিয়মুখ কি’বা সুধীজনের মনের মন্দিরে।


- - - - - - - - - - - - - -  - - - - - - - - - -


★'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-১৭) কাব্যগ্রন্থ এবং
★ কাব্য মঞ্জুষা' (পৃষ্ঠা-১২) কাব্য সংকলনে প্রকাশিত।