যোগ দিবে কে? এসো হে ভাই আলোর মিছিলে
সাম্য-প্রীতির ধ্বজা হাতে, বুকেতে বুক মিলে।
ঐ জেগেছে ঊষা, পূব গগনে সিঁদুরে টিপ পরে
থাকবো না আর আগল এঁটে চুপটি বসে ঘরে।


জীর্ণ জরা ভুলে, রিক্ত হিয়ার সিক্ত কদম মেলে
সুমুখ পানে এগিয়ে যাবো আমরা হেসে খেলে।
পরাণ খুলে আজকে কাঁদুক এ মন পরের ব্যথায়
কুড়িয়ে নে সব মুক্তোরাজি ছড়িয়ে আছে যেথায়।


লুকিয়ে আছে কত মানিক অন্ধকারের বসুন্ধরায়
আলোর ধারা কেমন তাদের নাচে চোখের তারায়
বদ্ধ কূপে রুদ্ধ জীবন যাদের, ধুঁকছে সব হারিয়ে
আলোর ছোঁয়ায় তারাই দেখো উঠছে ঝলমলিয়ে!


দেখ-না চেয়ে ও রে, ধরার পরে লুটায় কী সুখ
চয়নিকায় গাঁথ মালিকা, উছলাবেই শূন্য এ বুক।
দৃপ্ত চরণ প্রশান্ত মন জয়টিকা অহমিকা ত্যাগী
হই এসো আজ নবীন ধরায় কালের মহাযোগী।