কাগুজে বাঘ -
ঘাড় মটকায় না, সৌন্দর্য বাড়ায়
কাগজের ফুল -
সৌরভ ছড়ায় না ঘরের শোভা বাড়ায়
আরো আছে কাগুজে ভালোবাসা -
আঁধার কেটে জীবন প্রদীপ্ত করে না,  
কথায় ও ভাবে চমক আনে মাত্র।


চলনে বলনে প্রকাশে -
জীবনজুড়ে আছে কাগুজে ভালোবাসা,
তাই, ঘড়িতে নেই দণ্ড-পলের বাসা
নৈমিত্তিক আচারে কাগুজে ভালোবাসার চাষ!
রমরমা ব্যবসা -
বগলে ইট, মুখে বলি শেখ ফরিদ।
বস্তুত সব - সোনার পাথর বাটি!
ভালোবেসে করবো জয় - তা ও লাগে মেকি!


বুঝিনি - নিজেকেই ভালোবাসি কি না
পরার্থে? সে তো দূর অস্ত!
জানি ও শুনি ভালোবাসার কথা;
মুখে যত বলি অন্তরে ধারণ করি না ততটা
ভালোবাসার অমৃত; মননে যতটা পূত
প্রকাশে ততটাই গরল!
এ কি স্ববিরোধীতা না শৈল্পিক জটিলতা?