আকাশের বুকে ফোটা যত তারা-যুঁথী,
বাগানের সব ফুল পাখীদের ঠোঁটে গান,
ঝর্ণার কুলুকুলু কথা, জোনাকীর চোখ আর
জোত্স্নার আলো-রাশি;
যতনে চয়ন করেছিনু সব
তোমারই জন্যে শুধু!


তোমারই অপেক্ষায় প্রিয়ে - হৃদয়ে সয়েছি বিরহ জ্বালা
স্বপ্নের কাশফুলে ভেসে গেছে অজস্র রজনী
ক্ষেপণ হয়েছে কত যে প্রহর
বিনিদ্র ভাবনার পঞ্জিকাজুড়ে
করেছি রচনা শত –
না বলা ভাবের কাব্যকথন!


মড়া চাঁদের আলো হাতে
বসন্তের প্রভাতী সুরে
হিম-শিশিরে ভেজা পা’য়
হেঁটে হেঁটে এসেছিলে – নিঃশব্দে মনের অলিন্দ ঘেঁষে
স্নিগ্ধ সুরভীর আবেশ ছড়িয়ে
আসনখানা গেড়েছিলে হৃদয়ের কৌচ জুড়ে!


নিভৃতে যদি এসেছিলে পুরে - প্রকাশে আসনি তবে
হৃদয় দহিছে কৃপীট দহনে
স্বপ্ন-বাহন গুড়িয়ে সমূলে
বদল হয়েছে মালা দোহে হয়নি হৃদয়খানি
দেখি নাই তারে যে ছিলো বিজনে
প্রকাশিত দেখি – জায়া মাতা ঘরণী!