সূর্যতোরণ রাঙিয়েছিল যারা
বুকের উষ্ণ শোনিত দিয়ে
আত্মদানের সেই বেদী আজ
শিমুলে পলাশে গেছে ছেয়ে।


তাঁদের রক্ত যায়নি তো বৃথা
মায়ের ভাষা পেয়েছে সনদ
একাত্তরের রক্তগঙ্গায় এ জাতি
গুড়িয়েছে জালিমের মসনদ।


বাঙালী ভয় করে না মরণে
নোয়ায় না কখনো মাথা
বুকের রক্তে যুগে যুগে তারা
রচে গেছে বিজয়ের গাথা।


বাঙালীর বুকে ভোতা হয়ে গেছে
অত্যাচারীর মুক্ত কৃপাণ
মুক্তির প্রবল মন্ত্র বেজেছে সদা
বীরের রক্তে বিষম বিষাণ।


ভয় নেই ওরে ভয় নেই তোদের
ওরে বীর বাহাদুর জাতি
মায়ের আদরে ভাইয়ের প্রীতিতে
মুছে ফেল যত থাক দুর্গতি।


বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়া
দেখ তোর সমান কেউ নাই
জ্ঞানে প্রজ্ঞায় সংস্কৃতি সভ্যতায়
কেউ পাবে না তোর সম ঠাঁই।


🔯  কবিতাটি "দ্বাদশ রবির কর" (পৃষ্ঠা - ০৮) কাব্য সংকলনে প্রকাশিত।