অহংকার!
কেবলই নয় সে আত্মম্ভরিতার পুঁজি কিছু
তা ও সম্পদ -
যদি হয়; শৌর্য-বীর্যের কী চরিত্র-মননের
নেই কিছু - সুঠাম স্বাস্থ্য কী কুলবংশের,
নয় মোটে সুপাট বেশ কী গাত্রবর্ণের।


কারো বা অহংকার - নীলরঙ রক্তের
কারোর অহংকার -
সোনার চামচ মুখে জন্মের
কেউ বা অহংকারী -
ক্ষমতা ও জন্মভাগ্যের জন্য
কেউ অহংকারী আবার -
শুধুই নিজে পেয়ে পেয়ে
কেউ তো হতেও পারে শুধুই বিলিয়ে!


করোর আছে মেধা, কারো বা বিত্ত
কেউ বা কুলীণ আর কেউ নিঃস্ব
হতেই পারে সে অহংকারী নিজে
নিজের সৃষ্টি ও কর্ম মত।


উন্নত যে সৃষ্টি চেতনে,
ভাব-ভাবনায়, মন ও মননে
আমি স্যালুট জানাই তারে
সে অহংকার নমস্য আমার!


আমার দেশ, মাতৃকা -
সে আমার অহংকার; ত্যাগে অর্জিত বলে।
আমার ভাষা -
জন্মান্তরের অহংকার; তাকেও রক্ত দিয়েছি ঢেলে।
বিজয়ের মাঝে খুঁজে নিই অহংকারের বীজ
প্রীতি ও ত্যাগে ফোটাতে পারি যেন রক্ত-সরসিজ।