অস্থির সময় এসেছে আজ প্রচণ্ড দুর্বার
কেউ রাখছে না কারেও আস্থায়,
প্রতিযোগিতা শুধু - ভোগ আর ব্যক্তি-স্বাধীনতার।


চারিধারে এ কি ত্রাস! সমাজ মানে না;
শাসন ভেঙে পালাতে চায় সবাই
সমাজে চলেছে তাই মূল্যবোধের হাহাকার।


কেউ নয় সুখী - অর্থে বিত্তে কি বা চিত্তে
সন্তান আজ স্বাধীন সত্তা জন্মের অঙ্কুরেই
স্বামী নেই স্ত্রীর আস্থায়, স্ত্রী নেই স্বামীতে।


সহকর্মীর নেই সহমর্মীতা; আছে তায় বিদ্বেষ
রাজনীতির গড়ান মাঠে নীতির অবক্ষয়
আদর্শ আস্থা দেশপ্রেম ভালোবাসা ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ।


বিত্ত বৈভব প্রযুক্তির চমক চিত্তশান্তির অন্তরায়
তবুও মানুষ অভিনয়ে সুখী, না থাক বাস্তবে
অভিনয়ের অভিনয়ে দাঁড়িয়ে মানুষ অশান্তির কাঠগড়ায়।


দুর্বোধ্য এই সময়ের পাঠ বড়ই কঠিন বড় নির্মম
জটিল ভাবনায় জড়িয়ে মানুষ দিশেহারা
পথ খুঁজে ফিরে যেন মরুঝড় সাইমুম।


সময় যায় বয়ে পথের দিশা খুঁজে নেবার
সর্বনাশা ঘুর্ণির ছোবল এড়িয়ে এবার
দিতে হবে পাড়ি ওই অশান্ত পারাবার।