সাইট সস্পর্কিত কিছু মতামত এখানে তুলে ধরছি। মাননীয় এডমিন ও লেখক পাঠকবৃন্দ এর গুরুত্ব অনুধাবন করবেন আশা করি।


সাইটটি বেশ সুন্দর ও গোছালো। আমার বেশ ভাল লেগেছে তবে, কম্পোজ ও এডিটিং এ কিছু অপশন বেশ বিরক্তিকর। মাননীয় এডমিনের দৃষ্টি আকর্ষণার্থে সেগুলো তুলে ধরছি, সমাধান করা যায় কি না ভেবে দেখবেনঃ


১) কম্পোজ বা এডিটিং এ 'Forward Delete Key' তে 'ডিলিট' করতে গেলে ডিলিট হয়না আরো বিরক্তিকর বাড়তি ঝামেলা তৈরী করে। এতে লেখার কাজে ঘন-ঘন বিঘ্ন ঘটে।


২) Home Key চাপলে 'হোম'এ যায় না বরং একটা টাকার সিম্বল জুড়ে বসে আরো কাজ এবং বিরক্তি বাড়ায়, এর সমাধান করা প্রয়োজন।


৩) সাইটে প্রদর্শিত লেখা সুন্দর দেখাতে Formatting Tool Bar এর বিকল্প নেই। Font Color, Bold, Italic, Underline ইত্যাদি জুড়ে দিলে লেখার Presentation আরো আকর্ষনীয় হতে পারে।


৪) আবেগ প্রকাশের জন্য Emoticons এর ব্যবহার বর্তমানে স্বতঃসিদ্ধ বিষয়। Emoticons সংযোজন করা যায় কি না ভেবে দেখবেন।


৫) বাংলা কীবোর্ড অপশনে যোগচিহ্ন এবং ডট দেয়া যাচ্ছে না, তা নিরসন করা যায় কি না।


ধন্যবাদ।