সমন্বয় আনে –


তবু জীবন সমন্বয় আনে প্রতিক্ষণে
সৃষ্টিসুখের উল্লাসে, মাতোয়ারা গানে।
জীবন মানে; তৃপ্তি-সুখের আঁকা ছবি -
মাতৃস্নেহের ম’ত, পরিপূর্ণ নদীর ম’ত
বাউলের একতারা, রাখালিয়া বাঁশির ম’ত।
কখনো জীবন তৃপ্ত নিগৃহীতের রক্ত খেয়ে,
পরাভব মানে আবার কঠিনে বিষাদে:
শিশুর আননসিক্ত হাসির ছটায়,
রেশমি চুড়ির রিনিঝিনি, নূপুরের নিক্কণে।


জীবন অমর –


সমর্পণে জীবন টানে যবনিকা -
আঁধার কবরের শূন্যতার মাঝে।
একটি পুঞ্জীভূত বেদনার নাম জীবন:
স্বার্থকতার তৃপ্তিতে,
স্বপ্নের বাস্তবায়নে,
প্রসূতির বেদনায়।


দূরাশার পিছু ধেয়ে চলা হে জীবন
তুমি নমস্য, তুমি অব্যয় -
একদিন আমি চলেই যা’ব
রয়ে যাবে তুমি অমর!


-------------------------------
** আমার দৃষ্টিতে নানান আঙ্গিকে দেখা জীবনকে কবিতায় তুলে ধরতে গিয়ে কবিতাটি অনেক বড় হয়ে গেছে। কবিতাটি ১৯৮৮ সনে লেখা; পাঠকের ধৈর্যের কথা বিবেচনা করে এতদিন পর্যায়ক্রমে দু'টি করে স্তবকের পোস্ট দিয়ে আসছিলাম। আজকের এই পোস্টের মাধ্যমেই আপাতত পর্বটি স্থগিত ঘোষনা করছি। পরবর্তীতে সময় সুযোগ সাপেক্ষে আবারো পোস্ট দেয়ার আশা রইল। সকল পাঠক/কবি/বন্ধুদের ধন্যবাদ জানাই।