[গীতিকাব্য]


বুক ভরে যে প্রাণের কথা
                রেখেছি গোপনে,
ভালবাসার অমল ছায়া
                   পুষেছি যতনে!
বলো কাহার তরে গাঁথব মালা
                   বকুল ছায়ায়!!


যে ছবি হয় না আঁকা
                     নয়ন তারায়,
যে সুখের স্বপ্নগুলো
                   অকূলে হারায়!
বলো কাহার তরে গাঁথব মালা
                   বকুল ছায়ায়!!


যে কথা যায় না বলা
                   মুখের ভাষায়,
কি আশায় বাঁধব এ বুক
                   নিঃসার ধরায়!
বলো কাহার তরে গাঁথব মালা
                    বকুল ছায়ায়!!


যে স্মৃতি ব্যথার চাদর
                      মরমে বিছায়,
যে মধু ভ্রমর মুখেই
                      গরলে হারায়!
বলো কাহার তরে গাঁথব মালা
                     বকুল ছায়ায়!!