বোধগুলো সব 'রুদ্ধ' হলে কেমন হবে এই জীবন
কীর্তিনাশা মনন-চেতন করবে না আর বিচরণ!
নারদীয় দম্ভে মেশা প্রীতিলোভা নিঃসার ভালবাসা
স্নেহখরা প্রেমাভিলাষ ক্রোধে ভাসে যাপনের আশা।

বল্মীক-চূড়ায় বসে দেখা বিশ্বরূপ; আগ্রাসে লুটায়  
স্থাবরে সহায়, সরোষে জাগায় তৃষা প্রলয় শিখায়।
কংক্রিটে আজ পড়েছে কি ঢাকা স্মৃতির সমূহ ঝাঁপ
বিলীন হয়েছে বিলোল সুখ - বিস্মৃতির অপলাপ!

আঁকিবুকি করি যত ভাবনা ফোটাই মনের খাতায়
তার কিছু সুখ-ব্যথা যতনে জমাই জীবন পাতায়।
জীবন তটিনী তীরে, সুখ আসে ঘুরে ফিরে চায়;
হারায় কখনো আবার মোহনার বিগত ছায়ায়।


শুনি; জীবন নদীর কথকতা, দুঃখ-সুখ হাসি-ব্যথা
স্মৃতির তুলিতে রাঙিয়ে চলি যাপনের খেরোখাতা।
জীবনটা হত যদি আবেশের দিনলিপি কবিতার ছায়া
থাকত কি ক্লেশ কোন দুঃখ কি’বা অশুভ’র কায়া?