কিছু সুখ কিছু স্মৃতি
আর কিছু সুর ও প্রীতি
দাও যদি ওগো প্রিয়
মনে করে সাথে কিছু
ব্যথাও দিয়ো, যেন;
কবিতা লিখতে পারি।


প্রসন্ন বিকেল যদি
আলোর ঝালর টেনে
ছড়ায় মোহের ছায়া আর
আমার মৃত্তিকা রাঙে ফাগুয়ারে রাগে
তবে কিছু মেঘও দিও
অঝোরে ভিজব বলে।


স্মৃতিময় কবিতায়
মায়বতী জোছনায়
কিছু তারা ফুটে রয়
বোবা ঠোঁটে কথা কয়
তবে দুটি পাখনা দিও
তোমায় নিয়ে উড়ব বলে।


ঝাউবন সমীরে যেতে চাই হারিয়ে
নিদহারা আঁখি যদি আমায় খোঁজে
শংখচিল ডানায় যখন
প্রেমের ছবিটি আঁকো
সাথে কিছু ভালবাসা দিও
তোমায় বাসব বলে।


আলেয়ার আলপথে
ছুটে যাই অবেলায়
যদি কিছু খুঁজে পাই
ভুলব না তোমায় দিতে
যেন; চিরদিন আমায়
মনে রাখতে পার।
--------------------
• বন্ধুরা, সময় বাস্তবতায় পাতায় আসতে পারি না। এই অনিচ্ছকৃত ত্রুটি মার্জনীয়। একটা লিরিক লিখার চেষ্টা করেছিলাম – জানি না কিছু হয়েছে কি না। এ বিষয়ে ভাল জানেন তেমন বন্ধুদের পরামর্শ পেলে বাধিত হব। ধন্যবাদ।


🔯 কবিতাটি আমার সম্পাদিত "জলতরঙ্গে কাব্যভেলা" (পৃষ্ঠা - ১২) সংকলনে প্রকাশিত।