কী রবরবা ব্যবসা তোমার
জীবন-পেশার বালাই-নাশক বাবু!
কড়ির দামে বিকোয় দেখছি
বিবেক চেতন আদর্শেরও মূল!


অমল হাতে ধবল ছুরি ধরি
বিক্রি কর হরেক দামের সনদ:
তোমার অসীম গুণেই নাকি
মড়াশালিক বিকোয় এখন
লক্ষ টাকার দামে!
বল; রহস্য কী আছে
তোমার হাতের কাগজ কলমে?


হাত ভাঙার সনদ মিলে
পেলে হাজার দুই
মাথায় আঘাত লিখতে লাগে
হাজার পাঁচ কি ছয়!
আস্ত মানুষ মারতে নাকি
একটু খানিক বেশি;
হাজার বিশেক নয়তো জুলুম;
জীবন বলে কথা!
উকিল মারতে লাগে কত
দারোগায় গায় টোকায় মাত্র দশ?


ধিক শতধিক বাবু -
তোমার অমন কীর্তিনাশা পেশার
যে ইতিহাস গড়লে এবার
নজির কোথায় নাই?
সত্য কিন্তু রয় না ঢাকা,
পড়লে ধরা অবশেষে - ঠিক
আইন ব্যাপারীর ঠায়।
-------------------------------------------
বিনীত কৈফিয়ত: সকল পেশায়ই কিছু না কিছু অর্থলোভী পিশাচ আছে। কতিপয় অর্থগৃধ্নু পিশাচের জন্য প্রায়ই মহৎ পেশাও কালিমালিপ্ত হয়। কয়েক বছর আগে তেমনি এক অর্থলোভী ডাক্তারের কুকর্মের খবর মিডিয়ার কল্যাণে জানতে পেরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এভাবে তুলে ধরেছিলাম। স্বাস্থ্য-সেবায় নিবেদিত সম্মানীত ডাক্তারবৃন্দ এ লেখার উপজীব্য নন।


🔯 কবিতাটি আমার সম্পাদিত "জলতরঙ্গে কাব্যভেলা" (পৃষ্ঠা - ১৩) সংকলনে প্রকাশিত।