বিগব্যাঙের ঠ্যাঙ নেই
এ কি অনাসৃষ্টি!
শ্রাবণে সে ডাকে না
ধেয়ে এলেও বৃষ্টি!

ঠ্যাঙহীন বিগব্যাঙ
ছিল ঠিক আদিতে
বিজ্ঞানী পে’ল খুঁজে
সে কোন ডোবাতে!


ফাটা ঠোঁটে পরি না
একটুও হাসতে
শীত গেছে রস নেই
খেজুরের কাঁদিতে।

ভুল থাক টুকটাক
বিগব্যাঙ আছে ঠিক
ঘড়িটায় দম নেই
করে তবু টিক্ টিক্।

অঘটনের শেষ কি
বিগ-ব্যাঙ ঘটনা?
কবি না-কী ব্যাঙপ্রেমী
শুনি তা কি রটনা?