শত উপাচারে তুষ্ট করতে যারে
সাজানো ডালাখানি শতফুল ভারে
সে অর্ঘ্যে দেবতা চায় না ফিরে
বলো— দোষ দেবে আর তবে কারে?


ভুলে সব প্রীতি নয়নের জ্যোতি
যদি গো হয়ে যায় বোধ হারা
মনের এ বিতানে নিঃসীম চেতনে
উদাসী বাউল সে, পাগল পারা।


সোহাগ প্রীতির কী প্রতিদান!
পর্ণ হৃদয় বুঝতে কি পারে?
ধন্য জনম; যদি মিলে ঠাঁই
মহৎ প্রাণ মানুষের ভিড়ে।


বিশ্বাস করার দিব্বি বা দেয় কে?
নিজেই বিশ্বাস করে না নিজেকে,
তার থেকেও শতহাত দূরে— যে বলে;
একটু বিশ্বাস কর আমাকে!


কখনো তিমির ভেদি আলোর আভা!
অন্তর মাঝে যে পবন গাড়ে নিবাস
আপন ছায়ার সাথে নিজেকে জুঝা।
বৃথা কেন খোঁজা তবে এপাশ ওপাশ!