তুমি নিখুঁত হংসমিথুন
         আমি নিপুণ তন্তুবায়
অচিন সুরের ছন্দ তুলি
        প্রীত রাগের গীত সাজাই।


সেই সুরে মোর রিক্ত দুপুর
         গোপন মনের আয়নাতে
বাঁধ দিয়েছি সুর সেঁধেছি
              চিত্ত হরা ভাবনাতে।


দূর নীলিমায় সুর উঠে না
            মন উদাসী এই রাতে
হৃদয় খেয়ার নেই তরণী
            দিতে পাড়ি প্রেম নদে।


আর্দ্র হৃদয় পীত হলো মোর
            সিক্ত নয়ন ঘুম গেলো
স্বপনহারা নিঘুম রাতে
              শূন্যতারই জয় হলো।


- - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-১৬) কাব্যগ্রন্থে প্রকাশিত।