পরিযায়ী পাখি যেন ঘুরেফিরে আসে যায়!
স্মৃতিরা কি প্রীতে কাড়ে
আনমনে জাগে আড়ে
গুন গুন করে গায় কালের যাপিত কলি?


কোন ব্যথায় কে কাঁদে কাল তো না খোঁজ রাখে।
অসীমের কূলনিধি
যুগ বহে নিরবধি
শোক-তাপ আনন্দ, পদভারে যায় দলি!


দিবসে যাপিত ক্ষণ নিভৃতে কেটে যায়।
স্মৃতির পিদিম জ্বেলে
কাটে সে তো হেসে খেলে
নীরবে পরব শেষে রেখে যায় স্বাক্ষর।


ঘটনা পিছনে ফেলে ইতিহাস গড়ে।
সময়ের ব্যবধানে
কিছু কথা কারো মনে
হুলসম ফুটে থাকে ছিঁটেফোটা অক্ষর!


দিনলিপি দিবসের - যুগ সে কি রাখে খোঁজ?
কালের ঘটনারাজী
আগামীর স্মৃতি সাজি
সময়েরা বাসি হলে আঁধারেতে ঢাকে সাঁঝ।


আহ্নিক আবর্তে দিবস মিলিয়ে যায়।
জীবনের শত বাঁকে
কত কী যে ঘটে থাকে
ছিঁটেফোটা কিছু থাকে অক্ষয় হিয়া মাঝ।