আসরের ছান্দসিক কবি মুহাম্মদ মনিরুজ্জামানের রম্য কবিতা - 'ভাত-কাপড়ে কেনা স্বাধীনতা'
পড়ে মন্তব্য প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সৃষ্ট কবিতাটি তাঁকেই উৎসর্গ করছি -
-----------------------------------------
ভাত-কাপড়ের মূল্যে অকর্ষিত ভূমি -
অবাধ চাষের ছাড়পত্র পেয়েছ হলধর?
সে সনদ বিনে চাষাবাদ কী সিঞ্চনে
'কত ধানে কত চাল' আছে কি খবর?


হলায়ুধ তুমি! দখলীসত্ত্ব কিনেছ বলে
নির্ভিক স্বাধীন, তাই কর যথেচ্ছা কর্ষণ!
প্রেম-প্রীতিহীন সনদবিহীন ভোগ-সম্ভোগ
নামান্তরে তা-ই হয়ে উঠে জেনো ধর্ষণ।


নও স্বামী শুধু ভাত কি'বা কাপড়ের
আছে দায় তার খোঁজ রাখা কুশলের
তারো বেশি দায়িত্ব হে প্রবর তোমার
দায় নেয়া - জমির কর্ষিত ফসলের।


দায়িত্ব আর প্রীতি বিনে হয় না সম্প্রীতি
অস্থায়ী সে অটুট বাঁধন, যায় না বোঝা মতি
দুটি মন এক হলে তবে - 'সোনায় সোহাগা'
লোকে বলে তারেই সফল দম্পতি।