মন উদাসী ভাবনারা বেদনার অনুভবে
ঢেকে দেয় ফুল তারা জীবনের কলরবে
কত কী মন দিতে চায় ভেবে যারে প্রিয়া
অলখে যা গেছে চুরি ছিল কি তা হিয়া?


আঁধারের যে আকাশ পেয়েছি উপহার
তার বুকে কেন মন আঁকে চাঁদ বারবার
এপারে জাগছে নিদহারা শশী; মন টলমল
ওপারে বসে সুরমেলা কলরোলে কোলাহল।


চিত্তজুড়া অন্ধপ্রেম লাজে ভয়ে চকিতে তাকায়?
বিত্তশালী চিত্তহীন ভাগ্যগুণে সেরা কল্কি পায়?
স্বামীর স্বামী মহাদামি নামটি কি না টাকা!
তাকে বিনে পল চলে না জীবনখানা ফাঁকা।


প্রেমের কাঙাল জেনে যারে ভেবেছিলে জ্বালা
দিন ফুরোলে কেন তারেই দিতে এলে মালা?
গুণহীন পিদিমের এত বিভা কী করে ফোটে
পোড়া ভালে কনক বাহার কেমনে জোটে?


কেন অকারণ পোড়া চোখে আনলে গো বারি
এত গুণগান ব’ল; কী করে আজ সইতে পারি?
রিক্ত হৃদয় পড়ে থাক জীবনের আঙ্গিনা জুড়ে
প্রতিভাসে বেঁচে রই ভালোবাসার আঁচে পোড়ে।
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৫৯) কাব্যগ্রন্থে প্রকাশিত।