আমরা সবাই বদলে যাই,
পাপের ভারে সত্তা হারাই।
লালের উপর নীল ছড়াই,
আমরা সবাই বদলে যাই।


বৃষ্টির জলে ধুয়ে যায় ধুলো,
ভালো লাগে না যতসব চালচুলো।
সুযোগ পেলে ডানা ঝাপ্টাই,
আমরা সবাই বদলে যাই।


মুখে লেগে থাকা মলিন হাসি,
দিতে পারে বিশ্বাসের ফাঁসি।
ভালোবাসা পুড়িয়ে করি ছাই,
আমরা সবাই বদলে যাই।


আমরা মানুষ স্বার্থপরায়ণ,
সুযোগের খোঁজে, চাটি চরণ।
পাপের ভারে সত্তা হারাই,
সুযোগ বুঝে বদলে যাই।