অনেক অনেক আঘাতে আমাকে শুদ্ধ হতে হবে,
ফিরে যাবার আগে।
যেন ফিরতে পারি সেই শুভ্রতায়
তারই একটি শুভ্র খণ্ড হয়ে।
যতো উঁচুতেই উঠি, তার মাঝেও তুচ্ছতা লুকানো থাকে।
উঁচুতে উঠতে উঠতে নিচে নেমে যাই আরো।
কিন্তু অতলে হারানোর আগেই যেন ফিরতে পারি
আপন ঠিকানায়, নিজেকে সাথে নিয়ে।
তাই পিছু হটা যাবে না আঘাত থেকে।
জর্জরিত হতে হতে তাও যদি খোলে চোখ,
যেন দেখতে পাই মাথার উপরেও পাতাল থাকে
যখন উলটো হয়ে ঝুলে থাকি, সত্যের থেকে।
নাকি এভাবেই চোখ বুজে থেকে
ডুবে যাবো উড়তে উড়তে?
আরও আঁধারে?
চারপাশের দেয়ালে অনেক রঙ মেখেছি,
নিজের মতো করে এঁকেছি সব তাতে।
কিন্তু দেয়ালের আড়াল থেকে যতোই সূর্য আঁকি
তা আলো দেয়নি কখনও।
আজ তাই এ দেয়াল ভাঙ্গতে চাই
আঘাতে আঘাতে। আঘাত পেতে পেতে।
মিথ্যে ঠিকানা তৈরি করার আগেই
যেন ফিরে যেতে পারি
আপন ঠিকানায়। আপন শুভ্রতায়।