আমি জানি আমার মৃত্যু হবে হঠাৎ করে,
অনেক অভিমান কিংবা প্রচণ্ড রাগে
হৃদপিণ্ড তার কার্যক্রম বন্ধ করে দেবে,
স্তব্ধ হয়ে যাবে  শিরা-উপশিরায় রক্তের প্রবাহ,
থেমে যাবে জীবনের চলমান গতি,
আমি মৃত ঘোষিত হবো,
হয়তো স্বজনেরা কিছুক্ষণ কান্নাকাটি করবে
কবরে শায়িত হবো আমি, তারপর,
তারপর কিছুদিন পর সবাই ভুলে যাবে আমাকে,
আমি বিস্মৃত হতে হতে বিলীন হবো,
কেউই আর আমাকে মনে রাখবে না,
মনে রাখবে না এই পৃথিবীয়,
কারো চোখের দু ফোটা জল ঝরবে না আমার জন্য,
আমার কবরের উপর স্থাপিত হবে আরেকটি কবর,
মুছে যাবে শেষ চিহ্ন টুকু,
অবশেষে অস্তিত্বহীন এই আমি
বিলীন হবো মহাবিশ্বের নভোমণ্ডল।