আজকাল নিজেকে বৃক্ষ মনে হয়,
কেউ এসে অযথাই দুই-একটি পাতা ছিঁড়ে,  
কেউ বা ডাল ভেঙ্গে নিয়ে যায়,
কেউ আবার কোঠারির আঘাতে ক্ষত-বিক্ষত করে আমায়, আমার দেহে, বুকের গহীনে রক্তপাত হয়,
তবুও আমি চিৎকার করে কাঁদতে পারিনা,
আমার চোখ থেকে জল বের হয় ঠিকই
কিন্তু কেউ দেখেনা,
কেউ শুনেনা আমার কান্নার শব্দ,
অজস্র আঘাত সহ্য করার ক্ষমতা দিয়ে যেন আমাকে সৃষ্টি করা হয়েছে
তাইতো অজস্র আঘাত সহ্য করার পরও আমি এখনো জীবিত
সব গুলো ডালপালা কেটে ফেলার পরও বৃক্ষের যেমন বেঁচে থাকার অপরিসীম ক্ষমতা রয়েছে  
ক্ষমতা রয়েছে নিজেকে আবার নতুন করে গুছিয়ে তোলার
অতটা ক্ষমতা আমার নেই, শত হলেও আমি তো মানুষ
তাই প্রতিদিন একটু একটু করে ভেঙ্গে পড়ি
হয়তো এভাবেই একদিন বিলীন হয়ে যাব
হেরে যাবো বাস্তবতার কাছে।