ভাবছি আমি পাগল হবো,
পাগলামিতে সারাটা দিন কাটিয়ে দেবো,
স্বাধীনতার সবটুকু সুখ একাই নেব,
যখন যেথায় ইচ্ছে হবে ঘুরতে যাব,
বিধিনিষেধ থাকবে না মোর, থাকবে না মোর কোন বাঁধন,
ইচ্ছে হলে গাছ তলাতে শুয়ে আমি রাত কাটাবো, স্টেশনের বেঞ্চিটাতে ক্লান্ত হলে ঘুমিয়ে যাব,
থাকবে না মোর আপন কেউ, থাকবে না মোর পর,
সবাই আমার আপন হবে, সবাই আমার পর,
আমার মতো আমি একা কাটিয়ে দেবো বেলা,
চাইবো না কো কোন প্রাসাদ, চাইবো না কো মন,
দুঃখ আমায় এড়িয়ে যাবে, সুখ যে অচেনা,
আমার মত রইব আমি, বাঁচবো আমার মতো,
ইচ্ছে কোন রইবে না মোর, থাকবে না তো কেউ,
ভাববে না যে আমায় নিয়ে আর যে কোন কেউ,
ভাবছি আমি পাগল হবো, হবো চিরসুখী,
জীবন শেষে পাগলামিটা থেমে যাবে ঠিকই।